পরিচালক..............
সুপ্রিয় শিক্ষানুরাগী সুহৃয়......
শুভেচ্ছা রইল । বিরাট সম্ভবনাময় জীবনকে সামনে রেখে উচ্চ শিক্ষার দ্বার প্রান্তে আপনাদের শুভ পদচারণা শুরু হয়েছে । কিন্তু বর্তমান পেক্ষাপটে বেকারত্ব একটি বড় সমস্যা যা কিনা একটি দেশের তথা সমগ্র বিশ্বের বোঝাস্বরুপ । তাই আপনাদের কে বেকারত্বর অভিশাপ থেকে বেড়িয়ে আসতে হবে এবং আত্ননির্ভরশীল হতে হবে । আপনার কর্মব্যস্ত পূর্ণময় জীবনই হবে জাতি দেশ তথা বিশ্বের উন্নয়নের অবলম্বন । কালের প্রবাহের বিবর্তনের ধারায় বর্তমান যন্ত্র কৌশলের যুগে কারিগাড়ি শিক্ষার কোন বিকল্প নাই তাই বলা যায় “কর্ম ছাড়া মুক্তি নাই শিক্ষার কোন বিকল্প নাই “যদি গড়তে চান সোনালী দিন কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষণ নিন ’’ শিক্ষার অজ্ঞতাই অন্ধকারের শামিল। কাজেই পরমুখাপেক্ষী না থেকে নিজেকে হাতিযার হিসাবে গড়ে তুলুন । তাই আরডিআরএস বাংলাদেশ এর একটি প্রতিষ্ঠান প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আপনার ভাল বন্ধু হতে পারে ।
আন্তরিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমে আমাদের প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়ে একটি স্বাতন্ত্র্য স্থান নিয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রদৃত হিসাবে কাজ করে চলছে । অল্প খরচে, অতিযত্ন, ও দক্ষতা ও সাফল্যের সাথে শিক্ষা প্রদান করে আসছে।
যারা উন্নত জীবনের স্বপ্ন দেখতে ভালবাসেন । তারা কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করুন । এবং অন্যকে শিক্ষার উপযোগী করে তুলন । আর তাদের সঙ্গীহিন হওয়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রগতি তুষভান্ডার ফেডারেশন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র তুষভান্ডার, কালীগঞ্জ, লালমনির হাট।
আর নয় দ্বিধা দ্বন্ধ। আপোষহীন এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের প্রতিষ্ঠানটি আপনার কর্মময় উজ্জল জীবনে একটি সরণীয় হয়ে থাকুক। আপনার জীবন কর্মময়হোক।
পরিচালক
মো: মিলন হোসেন
কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
0 comments:
Post a Comment